কাঁটাতারে ঝুলে থাকা সেই ফেলানীর ভাই এবার সীমান্তের অতন্দ্র প্রহরী
প্রায় এক যুগ আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের ছোট ভাই যোগ দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)। তিনি এবার বাংলাদেশের সীমান্ত পাহারা দিবেন।
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয় কিশোরী ফেলানী। বিএসএফ হত্যা করে কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখে ফেলানীর লাশ। কিশোরী ফেলানী হত্যার ঘটনা দেশ-বিদেশে আলোড়ন তৈরি করে।
তখন নিহত ফেলানীর পরিবারকে বিজিবির পক্ষ থেকে দেওয়া হয় বিভিন্ন ধরনের সহায়তা।
সবশেষ এবার বিজিবির চাকরি পেয়ে সীমান্তে নিরাপদ ও দেশ রক্ষায় কাজ করার প্রতিজ্ঞা নিলেন ফেলানীর ভাই আরফান হোসেন। তিনি বিজিবির ১০৪তম ব্যাচে সৈনিক হিসাবে যোগদান করলেন।
লালমনিরহাট ১৫-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম নিহত ফেলানীর ছোট ভাইয়ের হাতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বিজিবি সৈনিক হিসেবে নিয়োগপত্র তুলে দেন।
মেহেদী ইমাম জানান, ফেলানীর পরিবারের পাশে বিজিবি সবসময় ছিলো। ১০৪ তম ব্যাচে সৈনিক পদে তার ছোট ভাই আরফান হোসেন নিজ যোগ্যতায় চাকরি পেয়েছে।
প্রবাসীদের ভোটের উপায় জানালেন ইসি সচিবপ্রবাসীদের ভোটের উপায় জানালেন ইসি সচিব
ছেলে চাকরি পাওয়ায় খুশি নিহত ফেলানীর বাবা নুর ইসলাম নুরুও।
উল্লেখ্য, ২০১১ সালে ৭ জানুয়ারি ভারতের কুচবিহার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয় ১৫ বছরের কিশোরী ফেলানী। সীমান্তের কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখে নিহত ফেলানীর মরদেহ। হত্যাটি মর্মস্পর্শী দৃশ্য তখন দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন তোলে।