October 17, 2025, 11:00 am
শিরোনাম :
বরগুনা: পুলিশের অভিযানে মাদকসহ তিন যুবক আটক রাজবাড়ীর জামাতা ডা. বাসুদেব সাহার আন্তর্জাতিক পুরস্কার অর্জন গাজীপুর পূবাইলে অবৈধ ঘোড়া জবাই ব্যবসার মূল হোতা আটক মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের নৌ-ভ্রমণ ও সাংস্কৃতিক আয়োজন বাঁচতে চান সবার সহযোগিতায় কুমিল্লার দাউদকান্দিতে মাদক ব্যবসায়ীর হাতে নির্মমভাবে খুন যুবক গাজীপুরে এনা পরিবহনের বেপরোয়া বাসের ধাক্কায় অটোযাত্রীর মৃত্যু উপজেলা উন্নয়ন কমিটির অফিসে লুটপাটের অভিযোগ রাজবাড়ী: বিশ্ব শিক্ষক দিবসে ৭ গুণী শিক্ষকের সম্মাননা স্মারক প্রদান শহীদ ফেলানী হলের ছাত্রীদের অসন্তুষ্টি, বৈষম্যমূলক সুবিধা নিয়ে অভিযোগ

আবু সাঈদ হত্যাকাণ্ড: সাবেক বেরোবি প্রক্টর গ্রেপ্তার

মিরাজ হুসেন প্লাবন

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার (১৮ নভেম্বর) রাতে রংপুর মহানগরীর আলমনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পিবিআই রংপুরের পুলিশ সুপার জাকির হোসেন জানান, গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন। শরিফুল ইসলামের বিরুদ্ধে পুলিশের গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে। আবু সাঈদের বড় ভাই রমজান আলী এই মামলার বাদী।

গত ১৮ আগস্ট রমজান আলী সাবেক আইজিপিসহ ১৭ জনকে নাম উল্লেখ করে এবং আরও ৩০-৩৫ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে, আদালতের নির্দেশে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালসহ আরও সাতজনের নাম এজাহারে অন্তর্ভুক্ত করা হয়।

এর আগে, এই মামলায় বরখাস্তকৃত এএসআই আমীর আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে গ্রেফতার করা হয়। একই মামলায় সাবেক আইজিপিও ঢাকায় গ্রেফতার হন।

এছাড়া, ১৩ নভেম্বর ব্যবসায়ী মামুনুর রশিদ মামুন হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাব্বির আহমেদ চৌধুরীসহ ১৮১ জনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন