December 22, 2024, 11:44 pm
শিরোনাম :
বশেমুরবিপ্রবিতে ছাত্র আন্দোলনে উস্কানিদাতা উপ-রেজিস্ট্রার গ্রেফতার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রক্তদান সংগঠন “ব্রুবা”র উদ্বোধন মুন্সীগঞ্জ গজারিয়ায় পুলিশ সদস্যকে গুলি করে হত্যার চেষ্টা বগুড়ার ধুনটে সপ্তম শ্রেণির ছাত্রী থেকে ছেলে রূপান্তর: নাম রাখা হয়েছে ওমর ফারুক শ্রাবণ টঙ্গিবাড়ীতে বিক্রমপুর মুন্সীগঞ্জ কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: ৫ জন গুলিবিদ্ধ, আহত ১০ গাজীপুরে বোতাম কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ !! বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটিতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ আজ বছরের দীর্ঘতম রাত

বিদেশ থেকে ১৯ কোটি ডিম আমদানি হবে।

মিরাজ হুসেন প্লাবন

দেশের বাজারে দাম স্থিতিশীল রাখতে সরকার ৪৩টি প্রতিষ্ঠানকে আরও ১৯ কোটি ৩০ লাখ ডিম আমদানি করার অনুমতি দিয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য পাওয়া যায়।

সূত্র জানায়, বাণিজ্য মন্ত্রণালয় ১৮ নভেম্বর আমদানি-রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরকে ডিম আমদানির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে এবং শিগগিরই এ বিষয়ে আদেশ জারি হবে।

এর আগে, ২৩ অক্টোবর ১২টি প্রতিষ্ঠানকে ৪ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়, এবং ৭ অক্টোবর সাড়ে ৪ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছিল। এই অনুমতি ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত কার্যকর থাকবে।

ডিমের বাজার নিয়ন্ত্রণে আনার জন্য, ১৫ সেপ্টেম্বর কৃষি বিপণন অধিদপ্তর উৎপাদন, পাইকারি ও খুচরা পর্যায়ে ডিমের ‘যৌক্তিক দাম’ নির্ধারণ করেছিল। সেই অনুযায়ী, প্রতিটি ডিমের দাম উৎপাদন পর্যায়ে ১০ টাকা ৫৮ পয়সা, পাইকারি পর্যায়ে ১১ টাকা ১ পয়সা এবং খুচরা পর্যায়ে ১১ টাকা ৮৭ পয়সা (ডজন ১৪২ টাকা ৪৪ পয়সা) হওয়ার কথা ছিল।

তবে, বাজারে দাম নিয়ন্ত্রণে না আসলে, ডিম আমদানির অনুমতি দুটি দফায় বৃদ্ধি করা হয় এবং ১৭ অক্টোবর সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দাম রাখার জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ডিম আমদানির ওপর শুল্ক কমিয়ে ২৫ শতাংশ থেকে ৫ শতাংশ নির্ধারণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন