পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক বিক্ষোভকারীকে কার্গোর ওপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাত মিটার উঁচু কার্গোর ওপর মোনাজাতরত এক ব্যক্তিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন।
ঘটনার পটভূমি
ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের কর্মী-সমর্থকরা ওইদিন দলীয় আহ্বানে ইসলামাবাদে জমায়েত হন। তাদের ঠেকাতে নিরাপত্তা বাহিনী কনটেইনার দিয়ে ব্যারিকেড তৈরি করে। সেই ব্যারিকেডের ওপর উঠে যান এক বিক্ষোভকারী। সেখানেই তাকে মোনাজাতরত অবস্থায় দেখা যায়।
পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ফেলে দেওয়ার পর তার শারীরিক অবস্থা কী, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
রাজনৈতিক প্রেক্ষাপট
ইমরান খানের মুক্তি ও সরকার পতনের দাবিতে গত সপ্তাহজুড়ে পাকিস্তান ছিল উত্তাল। পিটিআই কর্মীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের জেরে বেশ কিছু এলাকায় পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে। মঙ্গলবারের জমায়েতও এর অংশ।
তবে পিটিআই হঠাৎ বুধবার আন্দোলন স্থগিত করার ঘোষণা দিলে দলের অভ্যন্তরে বিভক্তি ও সমর্থকদের মধ্যে হতাশা দেখা দেয়।
জনমতের প্রতিক্রিয়া
মোনাজাতরত ব্যক্তির প্রতি এই আচরণকে মানবিকতার চরম লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন অনেকেই। ঘটনাটি নিয়ে পাকিস্তানজুড়ে সমালোচনা চলছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের ঘটনা শুধু আইনশৃঙ্খলার অবনতিই নয়, বরং রাষ্ট্রীয় কর্তৃত্বের প্রতি মানুষের আস্থাও কমিয়ে দিতে পারে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিও নিয়ে পাকিস্তান সরকার কিংবা পিটিআই পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।