স্ত্রী মাহমুদা খানম (মিতু) হত্যা মামলায় গ্রেপ্তারের প্রায় ৪৩ মাস পর জামিনে মুক্তি পেয়েছেন সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন।
চট্টগ্রাম কারাগারের ফটকে বিকেল সাড়ে ৪টার দিকে বাবুল আক্তারের মুক্তির খবরে তার আত্মীয়স্বজন ও কর্মজীবনে তার সঙ্গে সম্পর্কিত অনেক শুভাকাঙ্ক্ষী উপস্থিত হন।
বাবুল আক্তারের আইনজীবী অ্যাডভোকেট কফিল উদ্দিন সাংবাদিকদের জানান, হাইকোর্টের জামিন আদেশ এবং আদালতের জামিন পরোয়ানা পাঠানো সত্ত্বেও বাবুলকে তিনদিন ধরে মুক্তি দেওয়া হয়নি। তিনি জানান, এ বিষয়ে তিনি লিগ্যাল নোটিশ পাঠালেও তা গ্রহণ করা হয়নি, পরে ডাকযোগে ও ই-মেইল মারফত পাঠানো হয়।
তিনি আরও বলেন, “আইন অনুযায়ী, বেআইনিভাবে আটক রাখলে প্রতিটি ঘণ্টার জন্য এক বছরের কারাদণ্ড হতে পারে। এছাড়া আদালতের আদেশ না মানায় কর্তৃপক্ষ আদালত অবমাননা করছে।”
গত ২৭ নভেম্বর হাইকোর্ট বাবুল আক্তারের জামিন মঞ্জুর করেন, তবে তার জামিন স্থগিত চেয়ে তার শ্বশুর মোশাররফ হোসেন আপিল করেছিলেন। এরপর বুধবার তার জামিন বহাল রাখার আদেশ দেন আদালত।
২০১৬ সালের ৫ জুন চট্টগ্রামের জিইসি এলাকায় মিতু হত্যার ঘটনায় বাবুল আক্তার নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেছিলেন, কিন্তু পরে তাকে সেই মামলায় আসামি করা হয়।