বিমানে দামেস্ক ছেড়ে পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।
সরকার পতনের দাবি করে দেশটিকে নতুন যুগের সূচনা দিয়েছেন বিদ্রোহী এসটিএস গোষ্ঠী।কোন প্রতিশোধ নেয়া হবে না বলেও জানিয়েছেন।
রোববার সিরিয়ার রাজধানীতে ঢুকে পড়েন বিদ্রোহীরা, কিছু এলাকায় গোলাগুলির আওয়াজ পাওয়া গেলেও বেশিরভাগ স্থানে প্রায় বিনা বাধায় এগিয়ে গেছেন যোদ্ধারা। দখলে নিয়েছে বিমানবন্দর, রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও ভবন। এর আগে রাজধানী ঘিরে কয়েকটি উপশহরের নিয়ন্ত্রণ নিয়েছেন তারা।
কুখ্যাত এক কারাগার থেকে হাজার হাজার কয়দিকে বের করে আনার কথা শোনা যাচ্ছে। শুক্রবারে কৌশলগত গুরুত্বপূর্ণ শহর হোমস এর নিয়ন্ত্রণ নেয় এসটিএস গোষ্ঠী। এছাড়াও ২৪ ঘন্টায় আরো তিনটি গুরুত্বপূর্ণ এলাকা দখলে নেয় তারা।
গেরা সৌদিয়া সহ সবগুলো অঞ্চল দামেস্ক ঘিরে বেশির ভাগ স্থান থেকে সরে যায় সিরিয়ার সৈন্যরা।