August 6, 2025, 8:58 am
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে গণ-অভ্যুত্থান দিবসে উত্তেজনা, দুই পক্ষের ধস্তাধস্তি! রাতে দোকান বন্ধ থাকা অবস্থায় ঘটে চুরির ঘটনা মুন্সিগঞ্জে আলু চাষিরা দুশ্চিন্তায়: দাম কম, উৎপাদন খরচ ওঠেনা শহীদ পরিবারের পাশে সরকারি কর্মকর্তারা আধুনিক জলযান নির্মাণ প্রকল্প পরিদর্শনে সরকারের দুই উপদেষ্টা রূপনগরে সবুজ বিপ্লব: জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি ঢাকা-১৪-এ আস্থার ঢেউ: মুন্সি আঞ্জুকে ঘিরে গণজোয়ার যুক্তরাষ্ট্রে পড়াশোনার সম্পুর্ণ খরচ দেবে বিল গেটস স্কলারশিপ, আবেদন চলছে রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মেট্রোরেল স্টেশন চার দিন বন্ধ থাকবে

মিরাজ হুসেন প্লাবন

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে চার দিনের জন্য টিএসসি মেট্রোরেল স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর, ৩১ ডিসেম্বর, এবং ১ জানুয়ারি স্টেশনটি বন্ধ থাকবে।

রোববার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।

তিনি বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা মেট্রোরেলের টিএসসি স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখার সুপারিশ করেছি। স্বরাষ্ট্র উপদেষ্টার এক বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়, যা তাৎক্ষণিকভাবে গৃহীত হয়েছে। যোগাযোগ সচিব মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দিয়েছেন, শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে।”

প্রক্টর আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু মেট্রোরেলের স্টেশন ব্যবহার করে বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশের সুযোগ পায়। তাই টিএসসি স্টেশন সাময়িক বন্ধ রাখা হবে।”

বিশেষ দৃষ্টিকোণ:
উল্লেখিত দিনগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন জাতীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বর্ষবরণ উপলক্ষে জনসমাগম বেশি হয়। এসব কারণে নিরাপত্তা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন