ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে চার দিনের জন্য টিএসসি মেট্রোরেল স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর, ৩১ ডিসেম্বর, এবং ১ জানুয়ারি স্টেশনটি বন্ধ থাকবে।
রোববার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।
তিনি বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা মেট্রোরেলের টিএসসি স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখার সুপারিশ করেছি। স্বরাষ্ট্র উপদেষ্টার এক বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়, যা তাৎক্ষণিকভাবে গৃহীত হয়েছে। যোগাযোগ সচিব মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দিয়েছেন, শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে।”
প্রক্টর আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু মেট্রোরেলের স্টেশন ব্যবহার করে বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশের সুযোগ পায়। তাই টিএসসি স্টেশন সাময়িক বন্ধ রাখা হবে।”
বিশেষ দৃষ্টিকোণ:
উল্লেখিত দিনগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন জাতীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বর্ষবরণ উপলক্ষে জনসমাগম বেশি হয়। এসব কারণে নিরাপত্তা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।