আক্কাছ আলী, মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় যুবলীগ ও মহিলা লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন যশলং ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম এবং মহিলা লীগের সভানেত্রী সাহিদা বেগম।
গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম বাঘিয়া গ্রামের আব্দুর রশিদ শেখের ছেলে, আর সাহিদা বেগম যশলং গ্রামের নাসির মালতের স্ত্রী। মঙ্গলবার গভীর রাতে টঙ্গিবাড়ী থানা পুলিশের সহযোগিতায় তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম জানান, মুন্সীগঞ্জ সদর থানায় দায়ের করা একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের কারণ ও মামলার বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। এ নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।