August 2, 2025, 7:51 am
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে পড়াশোনার সম্পুর্ণ খরচ দেবে বিল গেটস স্কলারশিপ, আবেদন চলছে রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড়

টঙ্গিবাড়ীতে ভয়াবহ আগুনে বসতঘরসহ ৩ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা

মিরাজ হুসেন প্লাবন

আক্কাছ আলী, মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ইলামপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (১৬ ডিসেম্বর) ভোররাত ৪টার দিকে উপজেলার ইলামপুর গ্রামের অনিল শাহার ছেলে অমিত শাহার বসতঘর এবং তার তিনটি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে একটি মুদি দোকান, একটি কুকারিজের দোকান এবং একটি সাউন্ড সিস্টেম ও ইলেকট্রনিক মেকানিকের দোকান রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাউন্ড সিস্টেম ও ইলেকট্রনিক দোকান থেকে বিদ্যুতের শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে পুরো ঘর এবং দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়।

অমিত শাহ কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার বসতঘরসহ তিনটি দোকান আগুনে পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসকে ফোন করার পরও তারা পৌঁছাতে পৌঁছাতে আমার সব কিছু শেষ হয়ে যায়। এত দিনের রোজগার নিমেষেই শেষ হয়ে গেল। আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি, পথের ফকির হয়ে গেলাম।”

টঙ্গিবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি এখন দিশেহারা অবস্থায় রয়েছে। দ্রুত সহযোগিতা না পেলে তাদের পুনর্বাসন কঠিন হয়ে পড়বে।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ শুরু করেছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন