August 5, 2025, 5:43 pm
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে পড়াশোনার সম্পুর্ণ খরচ দেবে বিল গেটস স্কলারশিপ, আবেদন চলছে রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড়

বগুড়াকে বিভাগ ঘোষণার দাবি, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রতনের

মিরাজ হুসেন প্লাবন

মিজানুর রহমান মিলন, বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়াকে বিভাগ হিসেবে দেখতে এবং এর সার্বিক উন্নয়নের জন্য সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী

দল (বিএনপি) গাবতলী উপজেলা শাখার সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম

রতন।

শনিবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ) বগুড়া জেলা শাখার অভিষেক, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক

অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

“বগুড়াকে বিভাগ হিসেবে প্রতিষ্ঠা, বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসেবে উন্নীত করা, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজকে আধুনিকায়ন,

একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং বগুড়া বিমানবন্দর চালুর মাধ্যমে বগুড়ার উন্নয়ন নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাসকপ বগুড়া জেলা শাখার সভাপতি সৈয়দ রায়হান আলী। সাধারণ সম্পাদক এস এম সালমান হৃদয়ের সঞ্চালনায়

কালিতলা মুক্ত মঞ্চে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন বাসকপ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এটিএম মমতাজুল করিম।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক ও বাসকপ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আব্দুর রউফ। বিশেষ আলোচক ছিলেন

বাসকপ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অধ্যাপক কে এম নেয়ামুল আহসান পাভেল।

অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রযুক্তি দলের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক আলমগীর রহমান, এবং বাসকপ বগুড়া জেলা শাখার

সহ-সভাপতি আব্দুল আলীম মাস্টার, আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের ব্যাপারী প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত নেতারা বগুড়ার উন্নয়নের লক্ষ্যে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন