July 8, 2025, 11:15 am

শ্রীনগরে প্রধান শিক্ষককে মারধরের প্রতিবাদে মানববন্ধন ও শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা

মিরাজ হুসেন প্লাবন

আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মদনখালী উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রধান শিক্ষককে মারধরের প্রতিবাদে বিদ্যালয়ের ছাত্র-

ছাত্রীদের মানববন্ধন এবং শিক্ষকদের কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত মানববন্ধনে তিন শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে

বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতির ঘোষণা দেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার সূত্রধর, সিনিয়র শিক্ষক রঞ্জিত কুমার সরকার, সহকারী শিক্ষক আলমগীর

হোসেন, রফিকুল ইসলাম, শাহজাহান, অর্পনা রানী, কামরুজ্জামান, নাঈম খান, মলি আক্তারসহ অন্যান্য শিক্ষকরা।গত মঙ্গলবার (২ জানুয়ারি)

বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের সময় বিএনপি নেতা বাহারুল ইসলাম বাহারের নেতৃত্বে তার ভাই কৃষকলীগ

নেতা হেলাল, যুবলীগ নেতা হাবিব, লায়ন সজিব ও ছাত্রলীগ নেতা রাতুলসহ আরও কয়েকজন প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করে। তারা বাহারকে এডহক

কমিটির আহ্বায়ক এবং মোয়াজ্জেম হোসেন বিপ্লবকে সদস্য সচিব করে কমিটি অনুমোদনের দাবি জানায়।

এ সময় উপস্থিত অভিভাবক সদস্য এম কে কাউসার খান বাদল ও সাবেক শিক্ষা অফিসার নাসির উদ্দিন প্রতিবাদ করলে উত্তেজনার সৃষ্টি হয়।পরে প্রধান

শিক্ষক গোলাম মোস্তফা বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে মদনখালী এলাকায় বাহারের নেতৃত্বে দশম শ্রেণির ছাত্র কাউসারসহ ১০-১২ জনের

একটি দল তার উপর হামলা চালায়। তারা প্রধান শিক্ষককে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে এবং প্রাণনাশের হুমকি দেয়।মানববন্ধনে শিক্ষার্থীরা প্রধান

শিক্ষকের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানায়।শিক্ষকরা হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি

না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

প্রধান শিক্ষকের উপর হামলার ঘটনা নিয়ে স্থানীয় প্রশাসনের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন