🟥 গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেয়ার প্রস্তুতিকালে বৃদ্ধের মৃত্যু।
আক্কাছ আলী: মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সদরের বজ্রযোগিনী ইউনিয়নের ভট্টাচার্য পাড়া এলাকায় বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় আবুল বাশার মোল্লা (৮৮) নামে এক
বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় আবুল বাশার মোল্লাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস
এম ফেরদৌস হাসান জানান, প্রাথমিক চিকিৎসার পর ঢাকায় পাঠানোর প্রস্তুতিকালে তিনি মারা যান। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত বৃদ্ধের পাশাপাশি
মোটরসাইকেল চালকও আহত হয়েছেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা জানান, বেপরোয়া গতির মোটরসাইকেলের কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দ্রুতগামী মোটরসাইকেল ও সড়ক নিরাপত্তার অভাব এ ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে
প্রশাসনের তৎপরতা বৃদ্ধির দাবি উঠেছে।