January 8, 2025, 12:53 pm

মুন্সীগঞ্জে সেতু থেকে লাফিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

মিরাজ হুসেন প্লাবন

🟥 অজ্ঞাত যুবকের পরিচয় মিলছে না

 

আক্কাছ আলী, মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতু থেকে লাফিয়ে পড়ে এক অজ্ঞাতপরিচয় যুবকের (৩০) মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা

১১টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, সেতুর ওপর থেকে যুবকটি হঠাৎ লাফ দিয়ে সেতুর নিচে সড়কের ওপর পড়ে। স্থানীয়রা দেখেন, আহত অবস্থায় তিনি

কিছুক্ষণ কাতরাচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ

জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত যুবকের নাম-পরিচয় এবং ঘটনার কারণ এখনো জানা যায়নি।”

মুক্তারপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ লুৎফর রহমান জানান, “এ ঘটনার বিষয়ে আমি এখনো কিছু বলতে পারছি না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

নিহত যুবকের পরিচয় এবং ঘটনাটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা, তা নিশ্চিত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন