🔴”ফায়ার সার্ভিসের উদাসীনতা নিয়ে অভিযোগ”
আক্কাস আলী, মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের মামাদুল গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি পোল্ট্রি ফার্ম এবং বসতঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে
গেছে। বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে মো. ইসমাইল হাওলাদারের বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে।
ঘটনায় ইসমাইল হাওলাদারের পোল্ট্রি ফার্মে থাকা ৫০০ বড় মুরগি এবং ৫৮০টি মুরগির বাচ্চাসহ একটি ২৩ বর্গফুটের ঘর ও আসবাবপত্র পুড়ে গেছে।
প্রাথমিক হিসেব অনুযায়ী, প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ইসমাইল হাওলাদার জানান, রাতে তারা সবাই ঘুমিয়ে ছিলেন। তার নাতি নিরব আগুন দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের সবাই জেগে ওঠেন। পরে
মসজিদে মাইকিং করে এলাকাবাসীকে ডাকা হয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এলাকাবাসী।
তিনি আরও জানান, “আমার ফার্মের মুরগি, আসবাবপত্র, এবং বসতঘর—সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। বর্তমানে আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি।”
এদিকে অভিযোগ উঠেছে, টঙ্গিবাড়ী ফায়ার সার্ভিসের ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও কেউ রিসিভ করেনি। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও
জানা যায়নি।