বশেমুরবিপ্রবি প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে শনিবার (১১ জানুয়ারি) অনুষ্ঠিত হলো “Genius of the Year-24” শীর্ষক সেমিনার। বিশাধিক শিক্ষা প্রতিষ্ঠানের টপার ও হাফেজ
শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এ সেমিনারে শিক্ষাবিদ, প্রশাসনিক কর্মকর্তা, ডাক্তার, এবং শিল্পী-সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরাফাত আলমের নেতৃত্বে Genius Association of North
Chauddagram আয়োজিত এ সেমিনারে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নৈতিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রথম পর্বে কুমিল্লার পূর্বাশা শিল্পীগোষ্ঠী দেশাত্মবোধক গান পরিবেশন করে। দ্বিতীয় পর্বে বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেন চৌদ্দগ্রাম থানার ওসি
এটিএম আখতারুজ্জামান, ফিলোসফির সহকারী অধ্যাপক আবুল হোসেন, ডাক্তার মেশকাত উদ্দিন ফারুকসহ বিশিষ্ট ব্যক্তিরা।
উপজেলা নির্বাহী অফিসার রহমাতউল্লাহ বলেন, “শিক্ষার্থীদের এ ধরনের আয়োজনে সময় দেওয়া অত্যন্ত মূল্যবান। আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে
আছি এবং ভবিষ্যতেও সহযোগিতা করব।”
অনুষ্ঠানে টপার ও হাফেজ শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও স্মারক বিতরণ করা হয়।
আগত শিক্ষার্থী হাবিবা আক্তার বলেন, “আমার জীবনে দেখা অন্যতম সেরা শিক্ষনীয় প্রোগ্রাম এটি। আমরা চাই এমন আয়োজন সবসময় হোক।”