চট্টগ্রাম প্রতিনিধি:
ভারত থেকে ২৬ হাজার ৯৩৫ টন চাল নিয়ে ‘এমভি এসডিআর ইউভার্স’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। রোববার (১২ জানুয়ারি) সকাল
১১টায় বন্দরের ১০ নম্বর জেটিতে জাহাজটি নোঙর করে। শনিবার রাতে এটি বন্দরের বহির্নোঙরে পৌঁছায়।
চট্টগ্রাম খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা জানান, ভারত থেকে আমদানিকৃত চালের এই দ্বিতীয় চালানটি এসেছে
কাকিনাড়া বন্দর থেকে। এর আগে ২৫ ডিসেম্বর প্রথম চালানে ২৪ হাজার ৬৯০ টন সিদ্ধ চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।
সরকারি ক্রয় সংক্রান্ত কমিটি ৫০ হাজার টন নন-বাসমতি চাল কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে। ভারতের বাগাদিয়া ব্রাদার্স কোম্পানির কাছ থেকে ২৭৫
কোটি টাকায় এই চাল কেনা হচ্ছে বলে জানা গেছে।
সরকারের এই পদক্ষেপ বাজারে চালের অস্থিরতা নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।