গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরে এখনো আওয়ামী লীগ নেতাদের সাপোর্টে এখনো চলছে চাঁদাবাজি। এই লোকের নাম হচ্ছে রাসেল তার নামে একাধিক মামলা থাকা সত্ত্বেও আওয়ামী লীগ নেতারা তাকে মদদ দিচ্ছে।
সে দিন দুপুরে গাজীপুর বাইপাস মোড়ে দোকান থেকে চাঁদা তুলে। যারা চাঁদা দিতে না চায় তাদের মারধর করে মেরে ফেলার হুমকি দেয়।
রাসেলের ভয়ে অনেকেই গাজীপুর বাইপাস অন্য কোথাও চলে গেছে। আবার অনেককে মেরে হাত-পা ভেঙে দিয়েছি তার প্রমাণও রয়েছে। পুলিশ আওয়ামী লীগ নেতাদের তাকে ধরতে পারে।চাঁদাবাজির পাশাপাশি মদ,, বাবা, হেরোইন, ইত্যাদি ব্যবসা করে থাকে এবং সেবনও করি। গাজীপুর বাইপাসে ব্যবসায়ীরা এর থেকে মুক্তি চাচ্ছে।
মহ/বাংলার তরী