মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উদ্দেশ্যপ্রণোদিতভাবে পবিত্র কোরআন শরিফ পোড়ানোর প্রতিবাদে গণ-কোরআন তিলাওয়াত কর্মসূচি পালন করেছেন
শিক্ষার্থীরা। সোমবার (১৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে দাওয়া কমিউনিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মাঈন উদ্দিন খান বলেন,
“পবিত্র কোরআন পুড়িয়ে মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। তারা আমাদের শান্তিপূর্ণ দেশ ও ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। শিক্ষার্থীরা এই
ষড়যন্ত্রের শান্তিপূর্ণ প্রতিবাদ করেছে। আমি চাই, এই ধরনের কর্মসূচি হলগুলোতেও চলমান থাকুক।”
দাওয়া কমিউনিটির সদস্য এবং সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শুয়েবুল হাসান বলেন,
“রাবির আবাসিক হলগুলোতে কোরআন পোড়ানোর ঘটনায় মুসলমানদের উসকে দেওয়ার চেষ্টা চলছে। আমরা এই সাম্প্রদায়িক ষড়যন্ত্রের বিরুদ্ধে
শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে গণ-কোরআন তিলাওয়াত কর্মসূচি পালন করেছি। যারা এই জঘন্য কাজ করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
“কোরআন পোড়ানোর ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত। আমরা পবিত্র কোরআনের মর্যাদা রক্ষা করতে এবং এর সম্মান পুনঃপ্রতিষ্ঠা করতে তিলাওয়াতের
আয়োজন করেছি। পবিত্র গ্রন্থের অবমাননার বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার থাকবো।”
গত ১০ ও ১২ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল, শহীদ হবিবুর রহমান হল, মতিহার হল, মাদার বখ্শ হল, শহীদ জিয়াউর রহমান
হল এবং সেন্ট্রাল মসজিদে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটে। তবে এখনো এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পারেনি প্রশাসন।
আজকের কর্মসূচিতে প্রায় ২০০ শিক্ষার্থী, বিভিন্ন বিভাগের শিক্ষক, এবং সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এই কর্মসূচি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ প্রতিবাদের এক অনন্য উদাহরণ হিসেবে চিহ্নিত হয়েছে।