December 8, 2025, 12:45 am

বশেমুরবিপ্রবিতে ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ছাত্রলীগ কর্মী গ্রেফতার

মিরাজ হুসেন প্লাবন

তরিকুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধি:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) গত জুলাই মাসের ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে

বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী মোঃ রানা বাবুকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১৩ জানুয়ারি) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের

মারধর, হুমকি প্রদান এবং ক্যাম্পাস অস্থিতিশীল করার পরিকল্পনার অভিযোগ রয়েছে।

জুলাই আন্দোলনের সমন্বয়ককে মারধর করে হাত ভেঙে দেওয়ার অভিযোগও রয়েছে রানা বাবুর বিরুদ্ধে। এ বিষয়ে আহত শিক্ষার্থী নিঘাত রৌদ্র জানান,

“আন্দোলনের পর রানা বাবু স্বীকার করেন যে, বিশ্ববিদ্যালয়ের একজন প্রশাসনিক কর্মকর্তার বাসায় মিটিং করে আমাকে মারার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর

রানা বাবু ও জাহাঙ্গীর আলম স্থানীয় কয়েকজনকে নিয়ে পরিকল্পিতভাবে হামলার ব্যবস্থা করে।”

গোপালগঞ্জ সদর থানার এসপি জানান, “ছাত্রলীগের রাজনীতির সাথে তার সম্পৃক্ততা ছিল এবং ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ

রয়েছে। তাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গ্রেফতার করা হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন