ভারতের মুম্বাইয়ে নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খান। বুধবার (১৫ জানুয়ারি) গভীর রাতে এ
ঘটনা ঘটে। বর্তমানে তিনি মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর এনডিটিভি।
বান্দ্রা থানায় ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সাইফ আলী খান তার স্ত্রী কারিনা কাপুর এবং সন্তান তৈমুর ও জেহের সঙ্গে
ঘুমাচ্ছিলেন। ঠিক সেই সময় এক দুর্বৃত্ত বাড়িতে ঢুকে পড়ে। হঠাৎ সাইফের সঙ্গে ওই ব্যক্তির ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দুর্বৃত্ত সাইফ আলী খানকে
একাধিকবার ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তবে স্ত্রী কারিনা ও তাদের দুই সন্তান নিরাপদ রয়েছেন।
জানা গেছে, সাইফ আলী খান সম্প্রতি সপরিবারে সুইজারল্যান্ডে নতুন বছর উদযাপন শেষে মুম্বাই ফিরেছেন। তিনি সর্বশেষ ‘দেবারা পার্ট ১’ সিনেমায়
অভিনয় করেছেন, যেখানে তার সঙ্গে ছিলেন জুনিয়র এনটিআর, জানভি কাপুর, প্রকাশ রাজ প্রমুখ। সিনেমাটি ইতোমধ্যেই তেলেগু, তামিল, মালায়ালাম,
কন্নড় এবং হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে খুঁজে বের করার চেষ্টা চলছে। সাইফের শারীরিক অবস্থার আপডেট জানার জন্য তার ভক্তরা
উৎকণ্ঠিত।