জেলা প্রতিনিধি, বগুড়া॥
বগুড়া বিমানবন্দর ঘিরে জেলাবাসীর বহুদিনের স্বপ্ন ছিল—বাণিজ্যিক বিমান চলাচলের। ঘোষণা অনুযায়ী ২০২৫ সালের জুলাই মাস থেকেই চালু হওয়ার কথা ছিল এই বিমানবন্দর থেকে বাণিজ্যিক ফ্লাইট। কিন্তু সেই প্রতীক্ষিত জুলাই এসে শেষের পথে, আশার বদলে মানুষ পেয়েছে হতাশা।
বিমানবন্দর চালুর বিষয়ে এখনো নেই কোনো দৃশ্যমান অগ্রগতি। নেই নির্দিষ্ট সময়সীমা, নেই প্রস্তুতির শেষ চিত্র। সব মিলিয়ে বগুড়ার আকাশে উড়ার স্বপ্ন যেন ধুলিস্যাৎ হতে বসেছে।
জানাগেছে, রানওয়ে প্রস্তুত থাকলেও এখনো প্রয়োজনীয় অবকাঠামো, নিরাপত্তা ও প্রশাসনিক অনুমোদন সংক্রান্ত নানা জটিলতা রয়ে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।
বগুড়ার সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের প্রশ্ন—এই প্রতিশ্রুতি কি শুধুই ছিল আশ্বাসের ফুলঝুড়ি?
তারা চায় দ্রুত এই প্রকল্প বাস্তবায়ন হোক এবং বগুড়ার আকাশেও যাত্রীবাহী বিমানের গর্জন শোনা যাক।