পাপলু মিয়া, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে প্রখ্যাত আলেমে দ্বীন, সৎপুর কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত মুহাদ্দিস, শায়খুল হাদিস আল্লামা আবদুল হাই (রহ.) ইন্তেকাল করেছেন। তিনি ৭৪ বছর বয়সে গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় ছাতকের মুক্তিরগাঁওস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যা, এক ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। জানাজার নামাজে ইমামতি করেন ভারতের হিন্দুস্থানের পীর ছাহেব মাওলানা মছরুর রহমান খান। মোনাজাত পরিচালনা করেন সৎপুর কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত সাবেক প্রিন্সিপাল মাওলানা শফিকুর রহমান।
এসময় মরহুমের স্মৃতিচারণ করেন সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, বাংলাদেশ জামায়াতে ইসলাম সিলেট মহানগরীর সূরা কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুস সালাম আল মাদানী, অনজুমানে আল ইসলাহর মহাসচিব মাওলানা একেএম মনওর আলী, সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, সৎপুর কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সালেহ আহমদ বেতকুনীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও সিলেট অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মুসল্লিরা জানাজার নামাজে অংশগ্রহণ করেন।
আল্লামা আবদুল হাই (রহ.) ১৯৫১ সালের ১ মে সিলেট জেলার কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামে এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি সৎপুর কামিল মাদরাসায় শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর ছাত্র-ছাত্রীরা দেশ-বিদেশে নানা পেশায় সফল।
শায়খুল হাদিস আল্লামা আবদুল হাই (রহ.)-এর মৃত্যুতে বৃহত্তর সিলেটবাসী এক অপূরণীয় শূন্যতা অনুভব করছে।