ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে দুই দিন ব্যাপী ‘ইউরোপ এডুকেশন এক্সপো – ২০২৫
আগামী ১ এবং ২ ফেব্রুয়ারী ২০২৫ (শনিবার এবং রবিবার) দেশের স্বনামধন্য এডুকেশন এবং ভিসা কনসালটেন্সি প্রতিষ্ঠান ‘ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশের’ সিলেট ব্রাঞ্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিন ব্যাপী ‘ইউরোপ এডুকেশন এক্সপো – ২০২৫’।
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনিও ইউরোপের বিভিন্ন দেশে উচ্চ শিক্ষার ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারবেন । এছাড়াও ভিসা পয়েন্ট এর এক্সপার্ট কাউন্সিলরগণের পরামর্শ মোতাবেক ইউরোপের বিভিন্ন দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার সূবর্ণ সুযোগ তো থাকছেই।
এসব কিছুর পাশাপাশি USA তে পড়াশোনা করার জন্য তথ্য সংগ্রহ করা এবং USA তে পরিবার সহ ভ্রমণ করে আসার জন্য আপনার শুরু থেকে শেষ পর্যন্ত যে যে সহায়তা প্রয়োজন তার সবকিছু নিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবে ভিসা পয়েন্ট এর USA এর এক্সপার্ট টিম । তো আর দেরি না করে অংশ গ্রহণ করুন ‘ইউরোপ এডুকেশন এক্সপো – ২০২৫’ এ এবং ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় পূরণ করুন আপনার বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন
এই অনুষ্ঠানের ব্যাপারে আরও বিস্তারিত জানতে কল করুন নিম্নে দেয়া নম্বরে :
০১৭১১-৬৭৬১৬৩
আপনাদের সুবিধার কথা বিবেচনা করে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশের সিলেট ব্রাঞ্চের ঠিকানা নিম্নে দেয়া হলো:
(PLANET ARAF COMPUTER CITY, 4TH FLOOR, SUITE 403-404, ZINDABAZAR, SYLHET-3100).