সুইডেনে কোরআন পোড়ানো ইসলাম বিদ্বেষী ইরাকি যুবক সালওয়ান মোমিকা (৩৮) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। ২৯ জানুয়ারি সন্ধ্যায় রাজধানী স্টকহোমের কাছে সোদারটালজি শহরের নিজ বাড়িতে গুলি করা হয় তাকে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৫ জনকে গ্রেফতার করেছে সুইডিশ পুলিশ। সালওয়ান ২০২৩ সালে একাধিকবার কোরআন পোড়িয়ে আলোচনায় আসেন। হত্যার কয়েক ঘণ্টা পরেই কোরআন পোড়ানো মামলার রায় হওয়ার কথা ছিল।