July 9, 2025, 12:15 am

সুনামগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলন সফল করতে ছাতকে প্রচারণা মিছিল

মিরাজ হুসেন প্লাবন

পাপলু মিয়া, ছাতক (সুনামগঞ্জ):
সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে ছাতক উপজেলা জামায়াতের উদ্যোগে এক প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জানুয়ারি) বিকেলে ছাতক পৌর শহরের ট্রাফিক পয়েন্ট থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল পূর্ববর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা আকবর আলী। সভাটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ জাকির হোসাইন। এতে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার, মোঃ শাহ আলম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর কাজী মাওলানা সৈয়দ মনসুর আহমদ, পৌর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি আব্দুল আউয়াল, আবু মূসা রাসেল, কর্মপরিষদ সদস্য মাওলানা সালাহ উদ্দিন, নাছির উদ্দিন, পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুল আমীন, শিবির নেতা মাসুদ আহমদ, আফজাল হোসেন, হাফিজ এমদাদুল ইসলামসহ জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আগামী ১লা ফেব্রুয়ারি সুনামগঞ্জ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য জেলা জামায়াতের কর্মী সম্মেলন সফল করতে সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন