পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহত আট মাসের অন্তঃসত্ত্বা নারী
গাজার অধিকৃত পশ্চিম তীরে তাদের আক্রমণ আরও বাড়িয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। ফিলিস্তিনি ভূখণ্ডের নূর শামস শরণার্থী শিবিরে অভিযানের সময় দুই নারীকে হত্যা করেছে আইডিএফ সেনারা। সোমবার (১০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, হামলায় নিহত দু’জন নারীর মধ্যে একজন আট মাসের গর্ভবতী ছিলেন। স্থানীয় সময় রোববার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আইডিএফ সেনারা ক্যাম্পে একটি ফিলিস্তিনি পরিবারের ওপর গুলি চালিয়েছে। যার ফলে সোন্দোস জামাল মুহাম্মদ শালাবি নামের ওই নারী নিহত (২৩) এবং তার স্বামী গুরুতর আহত হয়েছেন।
মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি সেনারা আহতদের হাসপাতালে নিতে বাধা দেওয়ায় সন্তানটিকে বাঁচাতে ব্যর্থ হয়েছে মেডিকেল টিম। হামলায় ওই নারীর স্বামীও গুরুতর আহত হয়ে হাসপাতালে রয়েছেন।
এদিকে, ফিলিস্তিনে কর্মরত রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, হতাহতের খবর পাওয়া গেলেও ইসরায়েলি সেনারা তাদের মেডিকেল টিমকে (শরণার্থী) শিবিরে প্রবেশ করতে বাধা দেয়।