April 8, 2025, 7:44 pm

আজ বগুড়ার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা

মিরাজ হুসেন প্লাবন

রুবেল হাসান: শাজাহানপুর উপজেলা প্রতিনিধি

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ (১২ ফেব্রুয়ারি) বগুড়ার গাবতলীতে ঐতিহ্যবাহী পোড়াদহ সন্ন্যাসী ও জামাই মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলার আয়োজক কমিটি মেলার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। মেলার আশপাশের গ্রামের বাড়িতে চলছে নানা আয়োজন, যাতে স্বজনদের আপ্যায়ন করা হয়।

মেলার ইতিহাস প্রায় ৪০০ বছর পুরানো। মহিষাবান ইউনিয়নের গোলাবাড়ী বন্দর সংলগ্ন গাড়ীদহ নদীর পাশে একদিনের জন্য এ মেলা অনুষ্ঠিত হয়, যা স্থানীয় সন্ন্যাসী পূজার অংশ হিসেবে শুরু হয়েছিল। মেলায় দেশব্যাপী হাজার হাজার মানুষ মাছ কেনাবেচা, কৃষি সামগ্রী, আসবাবপত্রসহ বিভিন্ন পণ্য কিনতে আসেন।

এ মেলা শুধু কেনাবেচার জন্য নয়, বরং এখানকার বাড়িতে স্বজনদের মিলনমেলা হয়। প্রতি বছর মাঘ মাসের শেষ অথবা ফাল্গুন মাসের প্রথম বুধবারে এটি অনুষ্ঠিত হয়। মেলায় বিনোদন হিসেবে সার্কাস, নৌকা খেলা, যাদু, নাগরদোলা ইত্যাদির আয়োজন করা হয়।

ঐতিহ্যবাহী পোড়াদহ সন্ন্যাসী পূজা উদযাপন কমিটির সভাপতি নিকুঞ্জ কুমার পাল জানান, এই মেলা শতশত বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে, এবং আজ (বুধবার) ৪৫৩তম মেলা অনুষ্ঠিত হবে। গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান জানান, জেলা প্রশাসক কার্যালয়ের অনুমতি সাপেক্ষে মেলার জন্য সার্বিক সহযোগিতা করা হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন