July 8, 2025, 9:09 pm

গজারিয়ায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মোটরসাইকেল দু*র্ঘ*ট*না*য় দুই বন্ধু নিহত

Akkas Ali

গজারিয়ায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মোটরসাইকেল দু*র্ঘ*ট*না*য় দুই বন্ধু নিহত

আক্কাছ আলী (মুন্সীগঞ্জ প্রতিনিধি)

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ায় অংশে ইউর্টানে দূর্ঘটনায় বাইকে থাকা দুই আরোহী নি*হ*ত হয়েছে এ ঘটনায় বাইকে থাকা আরেক জন গুরুতর আ*হ*ত হয়েছে। নিহতরা সম্পর্কে দুইজন বন্ধু বলে জানা গেছে।

জানা যায় সোমবার (১৭ ফ্রেরুয়ারী) রাত আনুমানিক পৌনে ৮ টার দিকে মহাসড়কের বাউশিয়া ইউনিয়নের মানাবে ওয়াটার পার্কের কিছুটা সামনে ইউর্টান নিতে গেলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এই দূ*ঘ*র্না*টি ঘটে।

পরে মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আ*হ*ত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক ডা. সালমা তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা রেফার্ড করে। পুলিশ জানায় , গুরুতর অবস্থায় ঢাকা নেওয়ার পথি মধ্যে নাইম মৃধা এবং সজীব প্রধান মা*রা যায়।

নিহতরা হলো গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউশিয়া গ্রামের আব্দুস সাত্তার প্রধানের ছেলে সজিব প্রধান (২৩) এবং পুড়াচক বাউশিয়া গ্রামের সেলিম মৃধার ছেলে নাইম মৃধা (২৫)। আহত অপরজন একি ইউনিয়নের পোড়াচক বাউশিয়া গ্রামের হাসান জাহাঙ্গীরের ছেলে হামজা (২২)। গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগের চিকিৎসক ডা সালমা জানান, স্থানীয়রা মোটরসাইকেল দু*র্ঘ*ট*না*য় আহত তিনজন রোগীকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

পরে তাদের সবার অবস্থা আ*শ*ঙ্কা*জ*ন*ক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা রেফার্ড করা হয়। বিষয়টি সম্পর্কে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, নিহতদের পরিবার সূত্রে জেনেছি ঢাকা নেওয়ার পথে দুজন মা*রা গেছে। তবে গুরতর আহত অপরজনকেও ঢাকা পাঠানো হয়েছে।

ধারনা করা হচ্ছে মোটরসাইকেলটি অজ্ঞাত গাড়ির পেছনে ধাক্কা দিয়েছিল। মোটরসাইকেলটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। দু*র্ঘ*ট*না কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আশা হয়েছে।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন