মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের ডিজিটাল স্ক্রিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী প্রচারের ঘটনা ঘটেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে কার্যালয়ের ভবনের ডিজিটাল স্ক্রিনে এই বার্তা ভেসে ওঠে, যা পথচারীদের নজরে আসে এবং তারা তা ভিডিও ধারণ করেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের সর্বোচ্চ তলায় সিভিল সার্জন কার্যালয়ের সাইনবোর্ডের নিচে থাকা ডিজিটাল স্ক্রিনটিতে হঠাৎ করে শেখ হাসিনার একটি বাণী প্রচার হতে দেখা যায়। সেখানে তার নামের শেষে “মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার” পদবি উল্লেখ করা ছিল।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। বিশেষ করে কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন ডা. মঞ্জুরুল আলম বলেন, “৫ আগস্টের পর থেকে ডিজিটাল বোর্ডটি বন্ধ ছিল। তবে শনিবার রাতে নাইটগার্ড বাতি প্রজ্বলন করতে গিয়ে বোর্ডটি অন করে ফেলেন। ঘটনার কথা জানতে পেরে রাত ১১টার দিকে বোর্ডটি বন্ধ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে আগামীকাল আরও অনুসন্ধান করা হবে।