April 17, 2025, 10:34 am
শিরোনাম :
স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা ‘অপারেশন ডেভিল হান্ট’ — সিবিএ সিমেন্ট ফ্যাক্টরির সভাপতি গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে ফিলিস্তিনে আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ মেহেরপুরে সীমিত আকারে পালিত মুজিবনগর দিবস, ভাস্কর্য পুনঃনির্মাণের উদ্যোগ কারিগরি শিক্ষার মান উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধে উত্তাল শিক্ষার্থীরা গজারিয়ায় শিশুকে যৌন নিপীড়ন অভিযোগে যুবক আটক চিরনিদ্রায় শায়িত হিরো আলমের বাবা, বগুড়ায় সম্পন্ন হয়েছে দাফন অভিনেতা হিরো আলমের বাবা মারা গেছেন, আজ জানাজা বগুড়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধ , দুর্ভোগে নগরবাসী ছেলেদের অবহেলায় আত্মহত্যা: রাজশাহীতে বৃদ্ধ পিতার মর্মান্তিক পরিণতি

ডিসেম্বরে সংসদ নির্বাচন সম্ভব নয় যদি আগে স্থানীয় সরকার নির্বাচন হয়: ইসি আনোয়ারুল ইসলাম

আক্কাস আলী

আক্কাস আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রধান নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচন আগে অনুষ্ঠিত হলে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ইসি বলেন, “স্থানীয় নির্বাচন বলতে সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদ নির্বাচন বোঝায়। এগুলো সম্পন্ন করতে প্রায় এক বছর সময় লাগে। তাই আগে স্থানীয় নির্বাচন শুরু করলে ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন করা সম্ভব হবে না।”

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা গত ১৬ ডিসেম্বর ঘোষণায় জানিয়েছেন, নির্বাচন ডিসেম্বরের মধ্যে বা ২০২৬ সালের জুন নাগাদ অনুষ্ঠিত হতে পারে। যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়, তাহলে কিছু সংস্কার করেই তা আয়োজন করা হবে। তবে বড় ধরনের সংস্কার প্রয়োজন হলে নির্বাচন আগামী বছরের জুনের মধ্যে হবে। আমরা ডিসেম্বরকে লক্ষ্য রেখে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং বিশ্বাস করি, নির্ধারিত সময়ে নির্বাচন করা সম্ভব হবে।”

অনুষ্ঠানে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, জেলা ও উপজেলার নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন