April 17, 2025, 10:31 am
শিরোনাম :
স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা ‘অপারেশন ডেভিল হান্ট’ — সিবিএ সিমেন্ট ফ্যাক্টরির সভাপতি গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে ফিলিস্তিনে আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ মেহেরপুরে সীমিত আকারে পালিত মুজিবনগর দিবস, ভাস্কর্য পুনঃনির্মাণের উদ্যোগ কারিগরি শিক্ষার মান উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধে উত্তাল শিক্ষার্থীরা গজারিয়ায় শিশুকে যৌন নিপীড়ন অভিযোগে যুবক আটক চিরনিদ্রায় শায়িত হিরো আলমের বাবা, বগুড়ায় সম্পন্ন হয়েছে দাফন অভিনেতা হিরো আলমের বাবা মারা গেছেন, আজ জানাজা বগুড়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধ , দুর্ভোগে নগরবাসী ছেলেদের অবহেলায় আত্মহত্যা: রাজশাহীতে বৃদ্ধ পিতার মর্মান্তিক পরিণতি

  ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা  

মিরাজ হুসেন প্লাবন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতকে সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে। পাশাপাশি তিনজন অসাধু ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

উপজেলার গোবিন্দগঞ্জ বাজারসহ বিভিন্ন স্থানে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬টি মামলা দায়ের করা হয়।

জরিমানা করা হয়েছে— উসমান স্টোরের মালিক মোঃ উসমানী আলীকে ১ লাখ ১০ হাজার টাকা, হাজী আব্দুল কদ্দুছ সুপার শপকে ১ লাখ টাকা, ফখরুলের দোকানে ৫০ হাজার টাকা, আল-আমিন স্টোরে ৫০ হাজার টাকা, ওয়ালিদ এন্টারপ্রাইজের কর্মচারী আখতার হুসেনকে ৩০ হাজার টাকা এবং মা-বাবা পোল্ট্রি দোকানের আলী আহমদকে ৩০ হাজার টাকা।

মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম এবং সেনাবাহিনীর মেজর জাবিরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ছাতক সেনা ক্যাম্পের একটি দল উপস্থিত ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন