ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে। পাশাপাশি তিনজন অসাধু ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
উপজেলার গোবিন্দগঞ্জ বাজারসহ বিভিন্ন স্থানে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬টি মামলা দায়ের করা হয়।
জরিমানা করা হয়েছে— উসমান স্টোরের মালিক মোঃ উসমানী আলীকে ১ লাখ ১০ হাজার টাকা, হাজী আব্দুল কদ্দুছ সুপার শপকে ১ লাখ টাকা, ফখরুলের দোকানে ৫০ হাজার টাকা, আল-আমিন স্টোরে ৫০ হাজার টাকা, ওয়ালিদ এন্টারপ্রাইজের কর্মচারী আখতার হুসেনকে ৩০ হাজার টাকা এবং মা-বাবা পোল্ট্রি দোকানের আলী আহমদকে ৩০ হাজার টাকা।
মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম এবং সেনাবাহিনীর মেজর জাবিরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ছাতক সেনা ক্যাম্পের একটি দল উপস্থিত ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।