August 6, 2025, 10:35 am
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে গণ-অভ্যুত্থান দিবসে উত্তেজনা, দুই পক্ষের ধস্তাধস্তি! রাতে দোকান বন্ধ থাকা অবস্থায় ঘটে চুরির ঘটনা মুন্সিগঞ্জে আলু চাষিরা দুশ্চিন্তায়: দাম কম, উৎপাদন খরচ ওঠেনা শহীদ পরিবারের পাশে সরকারি কর্মকর্তারা আধুনিক জলযান নির্মাণ প্রকল্প পরিদর্শনে সরকারের দুই উপদেষ্টা রূপনগরে সবুজ বিপ্লব: জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি ঢাকা-১৪-এ আস্থার ঢেউ: মুন্সি আঞ্জুকে ঘিরে গণজোয়ার যুক্তরাষ্ট্রে পড়াশোনার সম্পুর্ণ খরচ দেবে বিল গেটস স্কলারশিপ, আবেদন চলছে রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে

  ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা  

মিরাজ হুসেন প্লাবন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতকে সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে। পাশাপাশি তিনজন অসাধু ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

উপজেলার গোবিন্দগঞ্জ বাজারসহ বিভিন্ন স্থানে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬টি মামলা দায়ের করা হয়।

জরিমানা করা হয়েছে— উসমান স্টোরের মালিক মোঃ উসমানী আলীকে ১ লাখ ১০ হাজার টাকা, হাজী আব্দুল কদ্দুছ সুপার শপকে ১ লাখ টাকা, ফখরুলের দোকানে ৫০ হাজার টাকা, আল-আমিন স্টোরে ৫০ হাজার টাকা, ওয়ালিদ এন্টারপ্রাইজের কর্মচারী আখতার হুসেনকে ৩০ হাজার টাকা এবং মা-বাবা পোল্ট্রি দোকানের আলী আহমদকে ৩০ হাজার টাকা।

মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম এবং সেনাবাহিনীর মেজর জাবিরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ছাতক সেনা ক্যাম্পের একটি দল উপস্থিত ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন