মোঃ জাহিদুর রহিম মোল্লা, জেলা প্রতিনিধি, রাজবাড়ী
রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতি শওকত হাসান (৫০) কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ২:৩০ টার দিকে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শওকত হাসান, আলাদিপুর গ্রামের মৃত আজাহার আলী শেখের ছেলে, পূর্বে আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
এ বিষয়ে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ৩০ আগস্ট শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন।
এ মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন শেখ, রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র আলমগীর শেখ তিতুসহ মোট ১৭০ জনের নাম উল্লেখ করা হয়।
রাজিব মোল্লা তার এজাহারে উল্লেখ করেন যে, গত ১৮ জুলাই বিকেলে কোটা সংস্কার আন্দোলনের সময় আসামিরা তাদের সঙ্গীদের নিয়ে বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ করে আন্দোলনকারীদের ওপর আক্রমণ চালায়, যার ফলে অনেকেই আহত হন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, শওকত হাসানকে গ্রেফতার করা হয়েছে এবং বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।