মোঃ মামুনুর রশিদ, উপজেলা প্রতিনিধি, (দিনাজপুর)
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৬নং ভাদুরিয়া ইউনিয়নের তেঘড়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পে ঘর পেলেও রাস্তার অভাবে দুর্ভোগে ভুগছেন উপকারভোগীরা। চলাচলের রাস্তা না থাকায় বেশিরভাগ পরিবার বসবাসই করছেন না।
🏠 ঘর আছে, কিন্তু চলাচলের রাস্তা নেই!
আশ্রয়ণ প্রকল্পের প্রথম পর্যায়ে ২৪টি পরিবার পেয়েছে দুই কক্ষবিশিষ্ট পাকা ঘর, একটি বাথরুম ও রান্নাঘর। কিন্তু যাতায়াতের রাস্তা না থাকায় কষ্ট পাচ্ছেন বাসিন্দারা।
ভুক্তভোগীদের অভিযোগ
✔️ শফিকুল ইসলাম:
“গুচ্ছগ্রাম থেকে মূল সড়কে যাওয়ার রাস্তা নেই। তাই ২৪টি পরিবারের মধ্যে মাত্র ৫-৬টি পরিবার বসবাস করছে। ফসলি জমির উপর দিয়ে চলতে হয়, কিন্তু মালিকরা বাধা দেন। বর্ষায় কাদা-পানিতে চলাচল করা অসম্ভব হয়ে যায়।”
✔️ হাসিনা বেগম:
“ঘর পেয়েছি, কিন্তু রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে আছি। চার বছর ধরে চেয়ারম্যান-মেম্বারদের বলেও কোনো সমাধান পাইনি। দ্রুত রাস্তা নির্মাণের দাবি জানাই।”
প্রশাসনের প্রতিক্রিয়া
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল হক বলেন,
“আশ্রয়ণ প্রকল্পে রাস্তা নেই, এটা প্রথম শুনলাম। উপকারভোগীরা যদি লিখিত আবেদন করেন, তবে অবশ্যই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
👉 উপকারভোগীরা দ্রুত রাস্তা নির্মাণের দাবি জানাচ্ছেন, যাতে তারা নিশ্চিন্তে বসবাস করতে পারেন।