October 17, 2025, 11:02 am
শিরোনাম :
বরগুনা: পুলিশের অভিযানে মাদকসহ তিন যুবক আটক রাজবাড়ীর জামাতা ডা. বাসুদেব সাহার আন্তর্জাতিক পুরস্কার অর্জন গাজীপুর পূবাইলে অবৈধ ঘোড়া জবাই ব্যবসার মূল হোতা আটক মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের নৌ-ভ্রমণ ও সাংস্কৃতিক আয়োজন বাঁচতে চান সবার সহযোগিতায় কুমিল্লার দাউদকান্দিতে মাদক ব্যবসায়ীর হাতে নির্মমভাবে খুন যুবক গাজীপুরে এনা পরিবহনের বেপরোয়া বাসের ধাক্কায় অটোযাত্রীর মৃত্যু উপজেলা উন্নয়ন কমিটির অফিসে লুটপাটের অভিযোগ রাজবাড়ী: বিশ্ব শিক্ষক দিবসে ৭ গুণী শিক্ষকের সম্মাননা স্মারক প্রদান শহীদ ফেলানী হলের ছাত্রীদের অসন্তুষ্টি, বৈষম্যমূলক সুবিধা নিয়ে অভিযোগ

নবাবগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে ঘর পেলেও নেই চলাচলের রাস্তা!

মিরাজ হুসেন প্লাবন

মোঃ মামুনুর রশিদ, উপজেলা প্রতিনিধি,  (দিনাজপুর)

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৬নং ভাদুরিয়া ইউনিয়নের তেঘড়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পে ঘর পেলেও রাস্তার অভাবে দুর্ভোগে ভুগছেন উপকারভোগীরা। চলাচলের রাস্তা না থাকায় বেশিরভাগ পরিবার বসবাসই করছেন না।

🏠 ঘর আছে, কিন্তু চলাচলের রাস্তা নেই!
আশ্রয়ণ প্রকল্পের প্রথম পর্যায়ে ২৪টি পরিবার পেয়েছে দুই কক্ষবিশিষ্ট পাকা ঘর, একটি বাথরুম ও রান্নাঘর। কিন্তু যাতায়াতের রাস্তা না থাকায় কষ্ট পাচ্ছেন বাসিন্দারা।

ভুক্তভোগীদের অভিযোগ
✔️ শফিকুল ইসলাম:
“গুচ্ছগ্রাম থেকে মূল সড়কে যাওয়ার রাস্তা নেই। তাই ২৪টি পরিবারের মধ্যে মাত্র ৫-৬টি পরিবার বসবাস করছে। ফসলি জমির উপর দিয়ে চলতে হয়, কিন্তু মালিকরা বাধা দেন। বর্ষায় কাদা-পানিতে চলাচল করা অসম্ভব হয়ে যায়।”

✔️ হাসিনা বেগম:
“ঘর পেয়েছি, কিন্তু রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে আছি। চার বছর ধরে চেয়ারম্যান-মেম্বারদের বলেও কোনো সমাধান পাইনি। দ্রুত রাস্তা নির্মাণের দাবি জানাই।”

প্রশাসনের প্রতিক্রিয়া
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল হক বলেন,
“আশ্রয়ণ প্রকল্পে রাস্তা নেই, এটা প্রথম শুনলাম। উপকারভোগীরা যদি লিখিত আবেদন করেন, তবে অবশ্যই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

👉 উপকারভোগীরা দ্রুত রাস্তা নির্মাণের দাবি জানাচ্ছেন, যাতে তারা নিশ্চিন্তে বসবাস করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন