October 16, 2025, 11:26 am
শিরোনাম :
বরগুনা: পুলিশের অভিযানে মাদকসহ তিন যুবক আটক রাজবাড়ীর জামাতা ডা. বাসুদেব সাহার আন্তর্জাতিক পুরস্কার অর্জন গাজীপুর পূবাইলে অবৈধ ঘোড়া জবাই ব্যবসার মূল হোতা আটক মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের নৌ-ভ্রমণ ও সাংস্কৃতিক আয়োজন বাঁচতে চান সবার সহযোগিতায় কুমিল্লার দাউদকান্দিতে মাদক ব্যবসায়ীর হাতে নির্মমভাবে খুন যুবক গাজীপুরে এনা পরিবহনের বেপরোয়া বাসের ধাক্কায় অটোযাত্রীর মৃত্যু উপজেলা উন্নয়ন কমিটির অফিসে লুটপাটের অভিযোগ রাজবাড়ী: বিশ্ব শিক্ষক দিবসে ৭ গুণী শিক্ষকের সম্মাননা স্মারক প্রদান শহীদ ফেলানী হলের ছাত্রীদের অসন্তুষ্টি, বৈষম্যমূলক সুবিধা নিয়ে অভিযোগ

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের নৌ-ভ্রমণ ও সাংস্কৃতিক আয়োজন

আক্কাছ আলী

আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে একদিনব্যাপী নৌ-ভ্রমণ, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। শনিবার (১১ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত পদ্মার বুকে আয়োজিত এই ভিন্নধর্মী অনুষ্ঠানটি সাংবাদিকদের আনন্দে মুখরিত করে তোলে।

সকাল ১০টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল ঘাট থেকে বড় ট্রলারে চড়ে সাংবাদিকরা রওনা দেন। ট্রলার ছাড়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় আনন্দ-উল্লাস। নদীর দুই তীরের সবুজ প্রকৃতি, পদ্মার ঢেউয়ের মৃদু দোলা আর মুক্ত আকাশে উড়ন্ত পাখির সঙ্গে সাংবাদিকদের গল্প, গান ও হাসির রোল মিলেমিশে সৃষ্টি হয় এক অপূর্ব পরিবেশ।

প্রথম গন্তব্য ছিল শরীয়তপুরের জাজিরা উপজেলার চিডারচর। সেখানে ছোট নৌকায় চড়ে সবাই উপভোগ করেন পদ্মার মনোমুগ্ধকর সৌন্দর্য। দুপুরে হাসাইল নগরজোয়ার এলাকায় অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ, যেখানে সাংবাদিকরা দুই দলে বিভক্ত হয়ে মাঠে নামেন। খেলায় ছিল প্রতিদ্বন্দ্বিতা, দর্শকদের উচ্ছ্বাস আর হাসিমুখে ভরপুর পুরো মাঠ।

খেলা শেষে নদীতে গোসল, এরপর মধ্যাহ্নভোজ। বিকেলে সবাই যান নওপাড়া কাশবন টিলায়—সেখানে সেলফি, দলীয় ছবি আর হাসি-আনন্দে ভরে ওঠে বিকেল। বিকেল ৫টার দিকে ট্রলার আবার রওনা দেয় দিঘিরপাড় ঘাটের উদ্দেশে, যেখানে চা-পান ও আড্ডায় কেটে যায় শেষ বিকেল। সন্ধ্যা ৬টার দিকে হাসাইল ঘাটে ফিরে এসে শেষ হয় নৌ-ভ্রমণের আনুষ্ঠানিকতা।

পুরো যাত্রাপথ জুড়ে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। জনপ্রিয় সংগীত শিল্পী পার্থ সারথি রায় ও লালচান দাসের গানে দুলেছে পদ্মার ঢেউ। গানের তালে তালে সাংবাদিকদের অংশগ্রহণে আনন্দের নৌকা ভরে ওঠে হাসি ও সুরে।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শহিদ ই হাসান তুহিন, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ, সাধারণ সম্পাদক রনি শেখ, সাবেক সভাপতি অ্যাডভোকেট ব. ম. শামীমসহ স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকরা।

প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ বলেন,
“সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিনোদন ও পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির জন্যই এই আয়োজন। এমন অনুষ্ঠান আমাদের ঐক্য, বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধনকে আরও দৃঢ় করে।”

দিনভর হাসি-আনন্দ, খেলাধুলা, সঙ্গীত ও বন্ধুত্বের এই আয়োজন সাংবাদিকদের মনে রেখে গেছে এক স্মরণীয় দিন হিসেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন