December 7, 2025, 2:29 am

জামালপুরে ‘লোম মানব পরিবার’—বারো সদস্যের মানবিক সংগ্রাম

মোঃ শামসুল আলম

রিপোর্ট: হাফিজ লিটন ও মোঃ শামসুল আলম
ইসলামপুর, জামালপুর

জামালপুরের ইসলামপুর পৌরসভার উত্তর দরিয়াবাদ ফকিরপাড়া গ্রামে বসবাস করছে এক অদ্ভুত পরিবার— শরীরজুড়ে অস্বাভাবিক লোমে ঢাকা বারো সদস্যের একটি দরিদ্র পরিবার, যাদের স্থানীয়রা চেনে “লোম মানব পরিবার” বা “দাঁড়িওয়ালা পরিবার” নামে।

অস্বাভাবিক এই শারীরিক বৈশিষ্ট্যের কারণে তারা সমাজ থেকে প্রায় বিচ্ছিন্ন। কেউ তাদের দেখে ভয় পান, কেউবা করেন উপহাস। স্থানীয় সমাজ বা প্রশাসন—কেউই আজও এগিয়ে আসেননি তাদের পাশে।

পরিবারের সদস্যদের অভিযোগ, জন্মের পর থেকেই তাদের শরীরে লোম গজাতে শুরু করে এবং বয়সের সঙ্গে সঙ্গে তা আরও ঘন হয়। এর ফলে স্কুল, কর্মক্ষেত্র কিংবা সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া তাদের জন্য হয়ে দাঁড়িয়েছে চরম বিব্রতকর বিষয়।

পরিবারের নারী সদস্য শিরিনা আক্তার বলেন,

“আমার বিয়ে হলেও স্বামীর বাড়ির লোকজন আমাকে মেনে নেয়নি। তাই বাধ্য হয়ে আবার বাবার বাড়িতেই ফিরে এসেছি।”

আরেক সদস্য ভোলা হোসেন জানান,

“বাইরে কাজে গেলে অনেকে আমাদের পাশে দাঁড়ায় না, কেউ কেউ এড়িয়ে চলে। সমাজে আমাদের মানুষ হিসেবেও গণ্য করে না।”

দারিদ্র্য ও সামাজিক অবহেলায় জর্জরিত এই পরিবারটি এখন মানবিক সহায়তার অপেক্ষায়। স্থানীয়রা সমাজের সচেতন ও বিত্তবান মানুষদের তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

ইসলামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাস্টার পরিবারটির খোঁজখবর নিয়েছেন এবং পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.এ.এম. আবু তাহের বলেন,

“এটি হরমোনজনিত এক ধরনের জেনেটিক সমস্যা। যেহেতু এটি বংশানুক্রমিক, তাই অতিরিক্ত উদ্বেগের কিছু নেই। চিকিৎসা পরামর্শ দিলে কিছুটা উন্নতি সম্ভব।”

মানবেতর জীবনযাপন করলেও সমাজে স্বাভাবিকভাবে বাঁচার আকাঙ্ক্ষা ছাড়েননি এই পরিবার। তাদের একটাই চাওয়া— সামাজিক স্বীকৃতি ও একটু সহানুভূতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন