April 12, 2025, 11:02 pm

“গাজায় হত্যাযজ্ঞের প্রতিবাদে ওমর সানির হাতে ফিলিস্তিনের পতাকা”

মো: তানজিম ইসলাম

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
মো. তানজিম ইসলাম

“মাঠে মাঠে উল্লাস, খেলাধুলা বারো মাস”—এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ। সোমবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পলাশিকুড়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে এ ম্যাচের শুভ উদ্বোধন করেন বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ওমর সানি। উদ্বোধনের সময় তিনি ফিলিস্তিনের জাতীয় পতাকা উড়িয়ে গাজায় চলমান হত্যাযজ্ঞের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।

খেলার আয়োজক ছিল সামিউল হক স্পোর্টস একাডেমি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির চেয়ারম্যান মো. সামিউল হক।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক মো. নুরুল আমীন,

সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দেওয়ান,

শহর বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন,

সাবেক ফুটবলার অসীম দত্ত হাবুল,

প্রেসক্লাব সভাপতি আবদুল মান্নান সোহেল ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির,

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুল ইসলাম,

যুগ্ম আহ্বায়ক দূর্জয় হাসান শাকিল,

ছাত্রনেতা ইউসুফ আলীসহ আরও অনেকে।

এদিনের খেলায় অংশ নেয় শেরপুর ফুটবল ট্রেনিং সেন্টার বনাম সামিউল হক স্পোর্টস একাডেমি, নালিতাবাড়ী। হাজারো ক্রীড়ামোদী দর্শক খেলাটি উপভোগ করেন এবং মাঠে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে গাজায় নির্বিচার হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রেরণা জোগাতে এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজক ও দর্শকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন