মোঃ মাহবুবুর রহমান — ঢাকা বিভাগ
নারায়ণগঞ্জ জেলা আমীর বলেন,
“ইসরাইল একটি অবৈধ দখলদার ও সন্ত্রাসী রাষ্ট্র। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলো তাদের পৃষ্ঠপোষকতা দিয়ে মানবতার বিরুদ্ধে অপরাধ করছে। অবিলম্বে গণহত্যা বন্ধ করে ফিলিস্তিনকে স্বাধীনতা দিতে হবে।”
ইসরায়েলের অব্যাহত বর্বরতা, গণহত্যা ও ফিলিস্তিন দখলের প্রতিবাদে নারায়ণগঞ্জের কাঁচপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বিকেলে কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এটি ছিল জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার এবং পরিচালনা করেন জেলা সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ড. ইকবাল হোসেন ভূইয়া,
জেলা সহকারী সেক্রেটারী আবু সাঈদ মুন্না,
জেলা কর্ম পরিষদ সদস্য ইলিয়াছ মোল্লা, ইঞ্জিনিয়ার আবদুল বাকী,
ছাত্রনেতা আকরাম হোসাইন,
মাওলানা মজিবুর রহমান মিয়াজী,
এডভোকেট ইসরাফিল হোসাইন,
মুফতী জাহাঙ্গীর আলম প্রমুখ।
সমাবেশ শেষে কাঁচপুর থেকে শুরু হয়ে নয়াবাড়ি সড়ক প্রদক্ষিণ করে একটি বিশাল বিক্ষোভ মিছিল পুনরায় কাঁচপুর ব্রিজে এসে শেষ হয়।