নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার শাজাহানপুর উপজেলার পাশ দিয়ে যাওয়া ঢাকা-বগুড়া মহাসড়কে একাধিক হাইওয়ে হোটেলের সামনে প্রতিদিন রাতভর অবৈধভাবে নাইটক্রস (বড় ট্রাক ও লরি) পার্কিং করা হচ্ছে। এতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। বিপাকে পড়ছেন সাধারণ যাত্রী ও ছোট গাড়ির চালকরা।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের জায়গা দখল করে হাইওয়ে রেস্টুরেন্ট মালিকরা এই পার্কিংয়ের ব্যবস্থা করছেন। তারা কোনো নিয়ম-কানুন না মেনে হাইওয়ে সড়কের পাশে এলোমেলোভাবে ট্রাক দাঁড় করিয়ে রাখছেন, যার কারণে রাতের বেলা পুরো রাস্তায় যানজট লেগেই থাকে।
বিশেষ করে শাজাহানপুর উপজেলার সামনে থেকে শুরু করে মাঝিরা বাজারে বিএনপি অফিস পর্যন্ত দীর্ঘ এলাকা জুড়ে এই অবৈধ পার্কিংয়ের প্রভাব পড়ছে। সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের।
প্রশ্ন উঠেছে, হাইওয়ে পুলিশের চোখে কেন পড়ে না এসব অবৈধ কার্যকলাপ? মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ একটি সড়ক কীভাবে হোটেল ব্যবসায়ীদের হাতে জিম্মি হয়ে পড়ছে?
এ প্রসঙ্গে একজন ভুক্তভোগী জানান, “আমি শহর থেকে ফেরার পথে নিজ চোখে দেখেছি, কীভাবে হাইওয়ে রেস্টুরেন্টগুলোর সামনে সারি সারি ট্রাক দাঁড়িয়ে আছে, আর সেই কারণে পুরো রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।”
এই অবৈধ পার্কিং উচ্ছেদে দ্রুত পদক্ষেপ নিতে হাইওয়ে পুলিশের এসপি মহোদয়ের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে। একইসাথে সচেতন নাগরিকদের বিষয়টি প্রশাসনের নজরে আনার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার ও মন্তব্য করার আহ্বান জানানো হয়েছে।