বেরোবি প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট, ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৫) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে সনদপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
সনদপত্র প্রদানকালে উপাচার্য বলেন, “এই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে অনুপ্রাণিত করেছে। একাডেমিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম একজন শিক্ষার্থীর মানবিক ও সামাজিক দক্ষতা বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও কৃতিত্বের সাথে অংশগ্রহণ করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোঃ সিদ্দিকুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং শারীরিক শিক্ষা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।