April 15, 2025, 5:04 am
শিরোনাম :
মেহেরপুরে নানান আয়োজনে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ পালন বৈশাখী গান, বাঁশির সুরে মেতে উঠলো ক্যাম্পাস! “মুন্সিগঞ্জে বিএনপির শোভাযাত্রায় অভ্যন্তরীণ সংঘর্ষ, আহত ২” “তালতলীতে ভয়াবহ আগুন: ফায়ার সার্ভিসের গাফিলতিতে পথে বসলো ৪৩ পরিবার” চারঘাটে কৃষিজমিতে পুকুর খনন, জরিমানা ৫০ হাজার রঙিন ঘুড়িতে নববর্ষের বার্তা—বেরোবিতে চৈত্র সংক্রান্তির উৎসব” মাঝের ৩০০ মিটার কাঁচা রাস্তায় দুর্ভোগে ৫ হাজার মানুষ ফ্যাসিস্ট সরকারের জন্মদিনে কেক কাটার ঘটনায় সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার” পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৩ মুন্সিগঞ্জে বিদেশী পিস্তল ও ম্যাগাজিনসহ শিক্ষক গ্রেফতার

জীবাশ্ম জ্বালানি নয়, চাই সবুজ ভবিষ্যৎ: রংপুরে ক্লাইমেট স্ট্রাইক

মুসফিকুর রহমান

বেরোবি প্রতিনিধি:
“#Don’t Sell Our Future” এবং “বাংলাদেশে জীবাশ্ম জ্বালানির বিনিয়োগ বন্ধ করুন”—এই স্লোগানকে সামনে রেখে রংপুরে অনুষ্ঠিত হলো ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ২০২৫’। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটে পরিবেশ-সচেতন তরুণদের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন YouthNet GLOBAL, Rangpur District-এর সদস্যরা।

ধর্মঘট ও পদযাত্রায় অংশগ্রহণকারীরা জলবায়ু সুবিচারের দাবি জানিয়ে বলেন, এখনই জীবাশ্ম জ্বালানি নির্ভরতা থেকে সরে এসে নবায়নযোগ্য জ্বালানির ভিত্তিতে একটি টেকসই, পরিবেশবান্ধব জাতীয় বিদ্যুৎ মহাপরিকল্পনা গ্রহণ করতে হবে।

কর্মসূচিতে বক্তৃতা প্রদান করেন ইয়ুথনেট গ্লোবাল রংপুর জেলার জেলা সমন্বয়ক নাজমুস সাকিব। তিনি বলেন, “আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনগুলোতে উন্নত দেশগুলো যেসব প্রতিশ্রুতি দিয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশের জন্য আরোপিত ঋণ অবিলম্বে মওকুফ করতে হবে।”

ধর্মঘটে বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় শুধুমাত্র প্রতিশ্রুতি নয়, এখন দরকার বাস্তব পদক্ষেপ। তরুণদের নেতৃত্বে ন্যায্য জ্বালানি রূপান্তরের মধ্য দিয়ে একটি নতুন, সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন