মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরে যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩২ পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) জেলা প্রশাসনের উদ্যোগে একাধিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিনটি উদযাপিত হয়।
বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা
সকালে শহরের প্রধান সড়ক দিয়ে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়, যা পাবলিক লাইব্রেরির সামনে থেকে শুরু হয়ে শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে এসে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। তিনি বলেন,
“হাজার বছর ধরে আমাদের দেশে এ সংস্কৃতির ঐতিহ্য গড়ে উঠেছে। এই ঐতিহ্যকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য। তাই বাঙালির সংস্কৃতি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।”
এ সময় সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাঈদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার, আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণ ও অন্যান্য আয়োজন
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া, মেহেরপুরের সব শিক্ষাপ্রতিষ্ঠান তাদের নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করে।