December 7, 2025, 4:49 am

রংপুরের বেরোবিতে উপাচার্যের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মুসফিকুর রহমান

বেরোবি প্রতিনিধি :

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর, ২০২৫) সকাল বেলা প্রশাসনিক ভবনের সিন্ডিকেট রুমে আয়োজিত এ অনুষ্ঠানে দুই দেশের উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।

উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী অতিথিদেরকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম উন্নত, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরিচালনা করা হচ্ছে এবং দেশে-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা ও গবেষণায় যৌথ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আমরা দুই দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহযোগিতা বৃদ্ধি, যৌথ গবেষণা প্রকল্প গ্রহণ, প্রকাশনা কার্যক্রম, একাডেমিক কর্মশালা ও শিক্ষামূলক বিনিময় কার্যক্রমে আগ্রহী।”

ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশি বলেন, “শহীদ আবু সাঈদের আত্মত্যাগের ঘটনা সারা বিশ্বের কাছে স্মরণীয়। তার ক্যাম্পাসে আসতে পেরে আমরা আনন্দিত। ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় পারস্পারিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করতে পারবে।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপাচার্যসহ কলা অনুষদের ডিন প্রফেসর ড. নিতাই কুমার ঘোষ, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর কমলেশ চন্দ্র রায়, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমদাদুল হক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মোঃ ফেরদৌস রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, আবাসিক হলের প্রভোস্ট ও সংশ্লিষ্ট কর্মকর্তা।

মতবিনিময় সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইরানের দূতাবাসের প্রতিনিধিদলকে স্মারক উপহার প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন