মো. রাহিম হোসেন,
ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।
আজ ১৬ এপ্রিল (বুধবার) সকাল ১১টায় সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর ডিগ্রি কলেজ মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেয় এলাকার সর্বস্তরের মানুষ। গোবরাতলা ইউনিয়নের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও সামাজিক সংগঠনের শিক্ষক, শিক্ষার্থী এবং নানা শ্রেণিপেশার মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলটি মহিপুর মোড় এলাকা প্রদক্ষিণ করে পুনরায় ডিগ্রি কলেজ মোড়ে এসে সমবেত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন—
মুনসেফপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হুমায়ুন কবির,
সহকারী অধ্যক্ষ মো. আকবর আলী,
মহিপুর কলেজের প্রভাষক আবুল হাসান ও মো. এনামুল হক,
সহকারী অধ্যাপক মোসলেহ উদ্দিন,
এবং জাবের আল মামুনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে যুদ্ধ বন্ধের আহ্বান জানান এবং ইসরায়েলি পণ্য বয়কট করার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।