নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামের চকবাজার এলাকায় খালে পড়ে নিখোঁজ হওয়া শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। চাক্তাই খাল থেকে শনিবার (১৯ এপ্রিল) সকালে ভেসে ওঠা অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে দুই যুবক সাহসিকতার সঙ্গে খালে নেমে শিশুটির মরদেহ উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল (১৮ এপ্রিল) বিকেলে চকবাজার এলাকায় খেলার সময় অসাবধানতাবশত খালে পড়ে যায় শিশুটি। এরপর থেকে নিখোঁজ ছিল সে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় খোঁজাখুঁজি চললেও রাত পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
আজ সকালে চাক্তাই খালে একটি ছোট মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা শোরগোল শুরু করেন। এ সময় দুই যুবক ঝুঁকি নিয়ে খালে নামেন এবং শিশুটিকে উদ্ধার করেন। তবে উদ্ধারের সময় শিশুটির আর কোনো প্রাণ ছিল না।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে জানা না গেলেও স্থানীয়রা ধারণা করছেন, এটি গতকাল নিখোঁজ হওয়া শিশুই।