বেরোবি প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল থেকে রংপুরের ৫টি আঞ্চলিক কেন্দ্রে এ পরীক্ষা দুই শিফটে একযোগে সম্পন্ন হয়।
প্রথম শিফটে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ নেয় ৩,০২৪ জন,
দি মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজে ১,১৯৪ জন,
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ৩,২৫৯ জন।
এই শিফটে মোট উপস্থিতির হার ছিল ৯২.৮০%।
দ্বিতীয় শিফটে দুপুর ২টা ৩০ মিনিট থেকে বেলা ৩টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা হয়।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিত ছিলেন ৩,০৩৭ জন,
দি মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজে ৯৬২ জন,
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ৩,২৫৭ জন।
এই শিফটে মোট উপস্থিতির হার ছিল ৯৩.১৯%।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন এবং সাংবাদিকদের জানান, “ভর্তি পরীক্ষা উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রংপুরসহ উত্তরাঞ্চলের পরীক্ষার্থীরা স্থানীয়ভাবে পরীক্ষা দিতে পেরে সময় ও অর্থ সাশ্রয় করতে পেরেছে, যা অত্যন্ত ইতিবাচক।”
পরীক্ষা আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন—রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বেরোবি ফোকাল পয়েন্ট সমন্বয়কারী ও প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশীদ, গ্রন্থাগারিক ড. মোঃ মনিরুজ্জামানসহ অন্যান্যরা।