August 4, 2025, 3:48 pm
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে পড়াশোনার সম্পুর্ণ খরচ দেবে বিল গেটস স্কলারশিপ, আবেদন চলছে রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড়

বেরোবিতে জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের সৌহার্দ্য উৎসব ও প্রীতিভোজ

মুসফিকুর রহমান

বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো “সৌহার্দ্য উৎসব ও প্রীতিভোজ – ২০২৫”।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকাত আলী। তিনি বলেন, “এ ধরনের আয়োজন শিক্ষকদের মাঝে পারস্পরিক সম্পর্ক, বন্ধন ও সহযোগিতা বাড়ায়। এটি অন্যান্য অনুষদের জন্যও একটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।” তিনি শিক্ষকদের পরিবারের অংশগ্রহণকে সাধুবাদ জানিয়ে বলেন, “এই আয়োজনগুলোতে শিক্ষকদের স্ত্রীরাও অংশ নিতে পারেন। তাদের জন্য আনন্দঘন খেলা, যেমন বালিশ খেলার আয়োজন করা যেতে পারে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ এমদাদুল হক। তিনি বলেন, “এই ধরনের আয়োজন শিক্ষক, কর্মকর্তা ও প্রশাসনের মধ্যে সৌহার্দ্য এবং কর্ম-সম্পর্ককে আরও সুদৃঢ় করে।”

আয়োজনটি অনুষ্ঠিত হয় আরএএমসি শপিং কমপ্লেক্স-এর সপ্তম তলায়। এতে জীববিজ্ঞান এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। প্রীতিভোজ ও সাংস্কৃতিক পরিবেশনায় উৎসবটি ছিল প্রাণবন্ত ও আনন্দঘন।

অনুষ্ঠানে উভয় বিভাগের বিভাগীয় প্রধানরা পৃথক শ্রেণিকক্ষের দাবির কথা তুলে ধরেন। তারা জানান, বর্তমানে দুটি বিভাগের ক্লাস একই কক্ষে অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীরা মারাত্মক অসুবিধার মুখে পড়ছেন। ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান বলেন, “একটি ব্যাচ ক্লাসে থাকলে, অন্য ব্যাচকে বাইরে অপেক্ষা করতে হয়।”

উপাচার্য বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে জানান, “খুব শিগগিরই একাডেমিক ভবন-২ এর ৫তলায় কাজ শুরু হবে এবং ক্লাসরুম সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

সবশেষে, উৎসবে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এই আয়োজন শিক্ষকদের মধ্যে আন্তরিকতা, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও গভীর করবে এবং আগামী দিনগুলোতে এমন আয়োজন আরও বিস্তৃত পরিসরে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন