October 17, 2025, 11:00 am
শিরোনাম :
বরগুনা: পুলিশের অভিযানে মাদকসহ তিন যুবক আটক রাজবাড়ীর জামাতা ডা. বাসুদেব সাহার আন্তর্জাতিক পুরস্কার অর্জন গাজীপুর পূবাইলে অবৈধ ঘোড়া জবাই ব্যবসার মূল হোতা আটক মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের নৌ-ভ্রমণ ও সাংস্কৃতিক আয়োজন বাঁচতে চান সবার সহযোগিতায় কুমিল্লার দাউদকান্দিতে মাদক ব্যবসায়ীর হাতে নির্মমভাবে খুন যুবক গাজীপুরে এনা পরিবহনের বেপরোয়া বাসের ধাক্কায় অটোযাত্রীর মৃত্যু উপজেলা উন্নয়ন কমিটির অফিসে লুটপাটের অভিযোগ রাজবাড়ী: বিশ্ব শিক্ষক দিবসে ৭ গুণী শিক্ষকের সম্মাননা স্মারক প্রদান শহীদ ফেলানী হলের ছাত্রীদের অসন্তুষ্টি, বৈষম্যমূলক সুবিধা নিয়ে অভিযোগ

গাজায় গণহত্যা বন্ধে শরীয়তপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

আক্কাছ আলী

শরীয়তপুর প্রতিনিধি:
ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে শরীয়তপুরের কাঁচিকাটা ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ এপ্রিল) বিকেলে কাঁচিকাটা শিবসন নতুন বাজার এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, কাঁচিকাটা ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

সমাবেশে সাধারণ জনগণ, শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে তারা ফিলিস্তিনের পক্ষে একাত্মতা প্রকাশ করেন এবং ইসরায়েলি হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানান।

বক্তারা বলেন, “ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের জনগণের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। গত অক্টোবর থেকে এ পর্যন্ত প্রায় ৫০ হাজার ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, যার অধিকাংশই শিশু। এটি স্পষ্টতই গণহত্যা।”

তারা জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এই বর্বরতা বন্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে মুসলিম বিশ্বের ঐক্য গড়ে তুলে ফিলিস্তিনের স্বাধীনতা রক্ষায় সোচ্চার হতে হবে।”

সমাবেশ থেকে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বানও জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাঁচিকাটা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আহসান উল্লাহ বেপারী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা মনিরুল ইসলাম (মঈন)।

এছাড়াও উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা জাকির হোসেন, মাওলানা দ্বীন ইসলামসহ বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

বক্তারা আরও বলেন, “ফিলিস্তিন শুধু একটি ভূখণ্ড নয়, এটি মুসলিম উম্মাহর আত্মার স্পর্শ। সেখানে রক্ত ঝরলে আমাদের চুপ করে থাকা চলবে না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন