July 8, 2025, 8:54 am

ডোমারে পুলিশের অভিযানে আ’লীগ নেতাদের আটক

মিরাজ হুসেন প্লাবন

মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডোমারে পুলিশের বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যানসহ আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাতে ডোমার থানা পুলিশ পৃথক দুটি মামলায় অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—
১. ধরনীগঞ্জের হংসরাজ এলাকার মৃত বিধুভূষণ মুখোপাধ্যায়ের ছেলে, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দিলীপ কুমার মুখোপাধ্যায় (৪৮)।
২. পাঙ্গাঁ মটুকপুর ইউনিয়নের জলদানপাড়া এলাকার মৃত শাহারউদ্দিনের ছেলে ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. বাবুল (৬০)।
৩. গোমনাতী ইউনিয়নের উত্তর আমবাড়ী এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান মানিক (৫০)।
৪. পশ্চিম হরিণচড়া এলাকার মৃত আজগার আলীর ছেলে, হরিণচড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মজিবুল ইসলাম (৫০)।
৫. ভোগডাবুড়ী ইউনিয়নের গোসাইগঞ্জ কাওলা এলাকার মৃত রবিউল আলমের ছেলে রাকিবুজ্জামান (৩২)।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম জানান, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলামের গাড়িবহরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় চারজন এবং আরেকটি মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন