বিস্তারিত:
দীর্ঘ বিরতির পর বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা পুনরায় চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। এটি একটি সীমিত পরিসরে হলেও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ উন্নয়ন হিসেবে চিহ্নিত হয়েছে।
রোববার ঢাকায় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ কাসেইফ আল হুমুদি। সাক্ষাৎকার শেষে বিশেষ দূতের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়।
রাষ্ট্রদূত জানান, ঢাকায় অবস্থিত আমিরাত দূতাবাস বর্তমানে প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা ইস্যু করছে। এছাড়াও, ব্যবসায়ীদের জন্য একসাথে অনেক ভিসা ইস্যুর প্রক্রিয়া দ্রুত করা হয়েছে, যা বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
এছাড়া, সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ মন্ত্রণালয় আবারও দক্ষ কর্মীদের জন্য কর্মসংস্থান ভিসা প্রদানের পোর্টাল চালু করেছে। এর মধ্যে ইতোমধ্যে ৫০০ নিরাপত্তারক্ষীর ভিসা ইস্যু করা হয়েছে এবং আরও ১,০০০ ভিসা অনুমোদিত হয়েছে।
রাষ্ট্রদূত হুমুদি জানান, মানবিক ও বিশেষ বিবেচনায় বাংলাদেশ সরকারের সুপারিশকৃত মামলাগুলোর জন্য নমনীয়তা রাখা হবে।
বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এই অগ্রগতিকে স্বাগত জানিয়ে বলেন, দুটি দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরালো হবে, এবং আগামী মাসে একটি উচ্চ পর্যায়ের ইউএই মন্ত্রিসভা প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে।