October 17, 2025, 11:00 am
শিরোনাম :
বরগুনা: পুলিশের অভিযানে মাদকসহ তিন যুবক আটক রাজবাড়ীর জামাতা ডা. বাসুদেব সাহার আন্তর্জাতিক পুরস্কার অর্জন গাজীপুর পূবাইলে অবৈধ ঘোড়া জবাই ব্যবসার মূল হোতা আটক মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের নৌ-ভ্রমণ ও সাংস্কৃতিক আয়োজন বাঁচতে চান সবার সহযোগিতায় কুমিল্লার দাউদকান্দিতে মাদক ব্যবসায়ীর হাতে নির্মমভাবে খুন যুবক গাজীপুরে এনা পরিবহনের বেপরোয়া বাসের ধাক্কায় অটোযাত্রীর মৃত্যু উপজেলা উন্নয়ন কমিটির অফিসে লুটপাটের অভিযোগ রাজবাড়ী: বিশ্ব শিক্ষক দিবসে ৭ গুণী শিক্ষকের সম্মাননা স্মারক প্রদান শহীদ ফেলানী হলের ছাত্রীদের অসন্তুষ্টি, বৈষম্যমূলক সুবিধা নিয়ে অভিযোগ

অপারেশন সিঁদুরের পর ভারত অর্থনৈতিক ধাক্কায়: রুপি পতন,

মিরাজ হুসেন প্লাবন

সংবাদ প্রতিবেদন:
কাশ্মীর সীমান্তে উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানে বিমান হামলা চালানোর পর ডলারের বিপরীতে ভারতীয় রুপির দরপতন হয়েছে। আন্তর্জাতিক মুদ্রাবাজারে এই পতন লক্ষ্য করা গেছে বিশেষ করে নন-ডেলিভারেবল ফরোয়ার্ড (এনডিএফ) মার্কেটে। খবর দিয়েছে রয়টার্স।

বুধবার (৭ মে) পাকিস্তানের অন্তত ৯টি স্থানে ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযানে হামলার পরপরই এই আর্থিক ধাক্কা লাগে ভারতীয় অর্থনীতিতে। এনডিএফ মার্কেটে রুপি এক মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে এসে দাঁড়ায় – ৮৪.৪৩২৫, যেখানে আগের সীমা ছিল ৮৪.৬৪ থেকে ৮৪.৬৮।

ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, এ হামলার লক্ষ্য ছিলো পাকিস্তানের সন্ত্রাসী অবকাঠামো, যা ভারতের কাশ্মীরে সম্প্রতি সংঘটিত প্রাণঘাতী হামলার প্রতিক্রিয়ায় চালানো হয়েছে। তবে পাকিস্তানের দাবি, এটি ছিলো “স্পষ্ট যুদ্ধ ঘোষণা”।

রাফায়েল হারিয়ে ৮৬৪ মিলিয়ন ডলারের ক্ষতি
পাকিস্তান দাবি করেছে, ভারতের এই হামলার জবাবে তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এর মধ্যে রয়েছে তিনটি ফ্রান্সের তৈরি রাফায়েল, একটি এসইউ-৩০, এবং একটি মিগ-২৯।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, শুধু রাফায়েল তিনটি বিমান হারিয়ে ভারতের ক্ষতি হয়েছে প্রায় ৮৬৪ মিলিয়ন মার্কিন ডলার।

পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩৫ জন, যাদের মধ্যে রয়েছে দুই শিশু।

পাকিস্তান বলছে “বদলা শুরু”
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, “ভারতের কাপুরুষোচিত হামলার জবাবে আমরা প্রতিশোধমূলক হামলা চালাচ্ছি এবং সফলভাবে শত্রু যুদ্ধবিমান গুলি করে নামিয়েছি।”

তিনি আরও বলেন, “পাকিস্তান তার আকাশসীমা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপোস করবে না। প্রতিটি আগ্রাসনের জবাব কঠোরভাবে দেওয়া হবে।”

‘অপারেশন সিঁদুর’: ভারতের দাবি
ভারত সরকার জানায়, এই হামলা চালানো হয়েছে ‘অপারেশন সিঁদুর’ এর আওতায়। লক্ষ্য ছিল পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসী ঘাঁটি। তবে পাকিস্তানের সামরিক স্থাপনাকে টার্গেট করা হয়নি বলে দাবি করে ভারত।

সাম্প্রতিক এই উত্তপ্ত পরিস্থিতির ফলে শুধু সামরিক নয়, অর্থনৈতিকভাবেও চাপে পড়েছে ভারত। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, দীর্ঘমেয়াদে এই উত্তেজনা অব্যাহত থাকলে দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক ও কূটনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন